হেলায় হেলায় জীবন পার করেছি
শেষ করেছি বেলা,
শিশুকালের অতীত স্মৃতি
হায়রে কতো খেলা।
সুতোর লাটাই নিয়ে হাতে
উড়াই যখন ঘুড়ি,
পাড়ার ছেলেদের কমতি নেই
আনন্দ উলস্নাসের জুড়ি।
কলা পাতায় ছাউনি ঘরে
পুতুল পুতুল বিয়ে,
অতীত সময় জাগে মনে
অবাক স্মৃতি নিয়ে।
বন্ধুরা সব সাঁতার কেটে
দিতাম পুকুর পাড়ি,
রঙ্গ রসের স্মৃতির প্রদীপ
কোথায় গেল ছাড়ি।
ভালোবাসার কতো প্রীতি
শৈশব ছিল ঘিরে,
পঁচিশ বছর পার করেছি
কী করে পাই ফিরে!