অবশেষে বৃষ্টি এলো

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

রফিকুল নাজিম
অবশেষে বৃষ্টি এলো ভিজল গাছের পাতা শেয়াল মশাই ডাক দিয়েছে- ব্যাঙের মাথায় ছাতা। মাঠে ঘাটে জলের পরশ সিক্ত ঘাসের ডগা নতুন জলে ধানের ক্ষেতে পালক ভিজায় বগা। ফুলের ঠোঁটে ফুটল হাসি ছুটল স্রোতধারা আগুন তাপে মরো মরো শান্ত হলো পাড়া। মেঘে মেঘে পালস্না চলছে ছুটছে দূরের গাঁয়ে ময়ূর রাণী নাচছে কেমন নূপুর পরে পায়ে। মাঠে ঘাটে হলস্না করে খেলছে গাঁয়ের ছেলে বিলে ঝিলে নয়া পানি আকাশ দিচ্ছে ঢেলে। কই রে আমার প্রাণের সখা, দস্যি ছেলের দল? মায়ের বারণ শুনব না আজ, চল্‌ রে ভিজি চল্‌।