ভাইয়া আমার মস্ত মানুষ, বিরাট বড় আঁকিয়ে
হাতির ছবি আঁকতে বসেন মাছির দিকে তাকিয়ে।
ছবি আঁকা যেই সমাপ্ত হয়
যেন হলো তার মস্ত বিজয়
পাড়ার মানুষ জড়ো করে দেন বিকট গলা হাকিয়ে
চিৎকারে তার ভয় পেয়ে যাই, যায় কলিজা শুকিয়ে।
ময়ূর পাখি আঁকেন বসে, কাকের দিকে চোখ রেখে
হুতুম পেঁচাই বলবে যে কেউ তার আঁকা সেই ছবি দেখে।
প্রজাপতি আঁকেন যখন
ব্যাঙের আকার হয় যে তখন
আমরা কেবল মুচকি হাসি হাত দিয়ে মুখ লুকিয়ে
ভাইয়া তখন মারতে আসেন ঝাকরা বাবরি ঝাঁকিয়ে।