আমার একটা ছাদ ছিল মাথার ওপর থাকত ঠিক
ছাদটা আমায় ছায়া দিত, দেখিয়ে দিত সঠিক দিক।
ভুলভ্রান্তি শুধরে দিত হাত বুলিয়ে পিঠে ঘাড়ে
কি জানি কি, আমার পাপে, ছাদটা হঠাৎ ছায়া ছাড়ে।
ছাদ হারিয়ে পড়ে আছি আমি এখন অথৈ খাদে
ছাদটা আবার ফিরে পেতে প্রতিদিনই পরাণ কাঁদে।
সে ছাদ ছিল বাবার ছায়া, বাবা যখন গত হলেন
কেউ আসেনি ছায়া দিতে, কেউ কি আসে, আমায় বলেন?
আমার বাবা হারিয়ে গেছেন হয়ে গেল অনেক বছর
বাবা হারা এই যে আমার সামনে ধু ধু বালুরচর।
শুকনো চরে যেদিক তাকাই, দেখি আমি গহীন খাদ
এই চরেতে আটকে আছি, চর মনে হয় মরণ ফাঁদ।
কল্পনাতে রোজই ভাবি আসবে বাবা বোরাক রথে
বাবা এসে তুলবে টেনে, আমায় নেবে সঠিক পথে।
কিন্তু বাবা আসবে না তো, ভাবনা সবই মনের ভুল
বাবা তুমি বেহেশতে থাক, সেরার সেরা হয়ে ফুল।