নিছক ভয়
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
আসাদুজ্জামান খান মুকুল
শ্মশানঘাটের পাশে থেকে রাত-নিশিতে আওয়াজ আসে,
কতেকজনে বলে এসে খিলখিলিয়ে কে যে হাসে।
অশরীরী ছায়ার মতো ক্যামন যেন চোখে পড়ে,
দাঁত খেলিয়ে হেসে হেসে আনন্দে বেশ নৃত্য করে।
রূপটি তারি ভয়ংকর যে আগুন ঝরে চোখের মাঝে,
একা একা কাউকে পেলে পুড়ে মারে অগ্নি ঝাঁঝে।
বোকারা কয় পোড়া আত্মা সবগুলো আজ সেজেছে ভূত,
নিছক এসব ভয়ে কতো প্রাণ দিয়েছে আদরের পুত।
আসলে এ আওয়াজ আসে বৃক্ষশাখায় হাওয়ায় ঘেঁষে,
অগ্নি জ্বলে ডোবা-নালায় পচায় সৃষ্টি মিথেন গ্যাসে।