তারার দেশে বাবা

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

সুব্রত চৌধুরী
বাবা আমার হারায় বুঝি রাতের আকাশ কোলে চাঁদের বুড়ি চরকা কাটে সুখের দোলায় দোলে। সন্ধ্যাকাশে তারা হয়ে জ্বলে মিটিমিটি আমার নামে কালো খামে বাবার খোলা চিঠি। আয় না খুকু আমার কাছে রাতের তারার দেশে তোকে পেয়ে উঠবে মেতে তারার রানী হেসে। তারার ফুলে করবে বরণ গলায় তারার মালা তারায় তারায় উঠবে ভরে ভালোবাসার ডালা। ললাট জুড়ে পাবে শোভা ছোট্ট তারার টিপে আঁধার ঘরে জ্বালবি আলো আমার আশার দীপে। তারার সঙ্গে এক্কা দোক্কা খেলবি খেলা সই তোকে ছাড়া তারার দেশে কেমনে একা রই?