শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

এক সমুদ্দুর ঈদ

শেখ বিপস্নব হোসেন
  ১৬ জুন ২০২৪, ০০:০০
এক সমুদ্দুর ঈদ

ঈদের ছুটি যাচ্ছি বাড়ি কী যে খুশি প্রাণে,

বুকের ভেতর উথাল-নদী আপন গাঁয়ের টানে।

প্রিয় গ্রামে বাবা-মায়ের হাসিখুশি মুখ,

দেখতে কী যে হৃদয় আজি হয়েছে উন্মুখ।

পথের পরে পথ পেরিয়ে সামনে সবুজ বন,

শিউলি চাঁপার সুবাস মেখে যায় হারিয়ে মন।

পাখপাখালির মিষ্টি মধুর আকুল করা গানে,

ঝিরি ঝিরি শীতল বাতাস হৃদয়ে সুখ আনে।

মাঠের পরে মাঠ পেরুলেই সামনে যমুনা নদী,

কলওলা নাও ছন্দ তুলে চলছে নিরবধি।

যমুনাটা যেই পেরিয়ে মোড় নিয়েছি বায়ে,

তাকিয়ে দেখি অবাক একি দাঁড়িয়ে আমার মায়ে!

বাবা-মায়ের আদর সোহাগ যেই ভিজালো হৃদ,

স্বর্গ থেকে নামল যেন এক সমুদ্দুর ঈদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে