শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ছিল বাবার স্মৃতি

মোমিন মেহেদী
  ১৬ জুন ২০২৪, ০০:০০
ছিল বাবার স্মৃতি

মায়ের আদর পাইনি আমি ছিল বাবার স্মৃতি

রাত-বিরেতে বুকের ভেতর ছিল অঝর প্রীতি

ছিল কেবল স্বপ্ন আমার মায়ের মতো দেশটা

বাবাবিহীন দিন-প্রতিদিন ছিল ভালোর চেষ্টা

রোদের আলোয় বোধের ভালোয় নিত্য আমি চলছি

জ্ঞানের জীবন-ধ্যানের জীবন নিয়েই সত্য বলছি

বাংলা আমার মায়ের ভাষা স্বপ্নজীবন সত্য

স্বাধীনতার সাহস নিয়ে তাড়াই রোজই দৈত্য

ঠিক এভাবে বাংলাদেশের জন্য আমি লড়বো

শূণ্য থেকে পূর্ণজীবন নিমগ্নতায় গড়বো...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে