তোমাদের জন্য ছড়া
উত্তম দাঁড়ানো
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
কোমল দাস
ইশকুলে চলছিল ঈদ উৎসব
ছাত্ররা করছিল খুব কলরব,
স্যার এসে বললেন শোনো মন দিয়ে
সকলেই পণ করো বুকে হাত নিয়ে,
জোরে বলো খোকাখুকি এই উৎসবে
আমাদের নিজ পায়ে দাঁড়াতেই হবে।
এটা শুনে এক খোকা বলে ওঠে স্যার
আপনার কথায় যে বুক হলো ভার,
দাঁড়াইনি কেউই তো অপরের পায়ে
তবে একি বলছেন দাঁড়ানোর দায়ে?
স্যার হেসে বললেন, এ দাঁড়ানো নয়
উত্তম দাঁড়ানোটা শোন কারে কয়,
গুণ দিয়ে সফলতা যদি এসে থাকে
নিজ পায়ে দাঁড়ানোটা বলা হয় তাকে।