শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
তোমাদের জন্য ছড়া

এই উৎসবের মূল

সৈয়দ মাশহুদুল হক
  ১৬ জুন ২০২৪, ০০:০০
এই উৎসবের মূল

বছর ঘুরে প্রতিবছর এলে খুশির ঈদ

দুঃখ-কষ্টের ইতি টেনে নাচে সবার হৃৎ।

মনের যেন পাখা গজায় চায় শুধু সে উড়তে

নতুন জামা-কাপড় পরে মুক্ত-স্বাধীন ঘুরতে।

সব ভেদাভেদ ভুলে গিয়ে জড়িয়ে ধরে বুকে

হাসির সাথে ঈদ মোবারক ফোটে মুখে মুখে।

ঈদুল আজহা এলে পরে ছাড়ায় খুশির সীমা

ঘরে ঘরে কুরবানি হয় মাংসে বানায় কিমা।

আলস্নাহর প্রতি ইব্রাহিমের কেমন ছিল প্রীতি

কুরবানি তো সে প্রেমেরই ঐতিহাসিক স্মৃতি।

ঈদুল আজহা শুধুই খুশি ভাবলে হবে ভুল

রবের সাথে বান্দার প্রীতি এই উৎসবের মূল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে