শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
তোমাদের জন্য ছড়া

বাবা

অরুণ কুমার দাঁ
  ১৬ জুন ২০২৪, ০০:০০
বাবা

চওড়া কাঁধে বসে থাকা

সেই স্মৃতি আজ জাগে,

গাছের মতো একটা ছায়া

কেউ বুঝি না আগে।

ঢেকে রেখে দুঃখ যত

হাসায় দিনে-রাতে,

হাসনুহানার গন্ধ ছড়ায়

নীরব দু'টি হাতে।

চোখের তারায় স্বপ্ন আঁকে

সংসারে সুখ-সাগর,

ছেলে-মেয়ে আর ক'টা মাস

একটু হলো হলে ডাগর।

রোদ লাগে না কঠিন শরীর

বৃষ্টিভেজা জামা,

বাবা নামের রেলের গাড়ি

একটুও নেই থামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে