তোমাদের জন্য ছড়া

পশুর হাটে ভয়

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

আব্দুস সাত্তার সুমন
ডানে গরু দিচ্ছে তাড়া পশুর হাটে ভয়ে সারা, সামনে পিছে হুড়োহুড়ি বায়ে গেলে থমকে দাঁড়া। দড়ি ছিঁড়ে পালায় পালায় কাদা মাটি জীবন জ্বালায়, হাঁটতে হাঁটতে হাটের শেষে এলাম মোরা পশুর দেশে। পায়ের ব্যথা জীবন সাবার কি জানি কি হয় যে এবার, আতঙ্কে থাকি প্রতিক্ষণে যারাই যাবে তারাই জানে।