'বাবা দিবস' বিভিন্ন ভাষায় ও দেশে দেশে

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

প্রদীপ সাহা
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বাবা দিবসটি পালন করা হয়ে থাকে। তবে দেখা গেছে, বাবা দিবস অধিকাংশ ক্ষেত্রে রোববারেই পালন করা হয়। তাছাড়া বিভিন্ন দেশে বাবাকে ডাকা হয় বিভিন্ন নামে। আর এ সম্বোধনের শব্দগুলোও বেশ মজার। ছোট্ট বন্ধুরা, এসো এবার পরিচিত হই 'বাবা' সম্বোধনে বিভিন্নরকম নাম ও দেশের সঙ্গে। ইংরেজি ভাষায় বাবাকে বলা হয় ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা। জাপানি ভাষায় বাবাকে বলা হয় ওতোসান, পাপা। জার্মান ভাষায় বাবাকে বলা হয় 'ফ্যাট্যা'। ড্যানিশ ভাষায় বাবা মানে 'ফার'। আফ্রিকান ভাষায় বাবাকে বলা হয় 'ভাদের'। ক্রি (কানাডিয়ান) ভাষায় বাবা হচ্ছেন 'পাপা'। ক্রোয়েশিয়ান ভাষায় বাবা হচ্ছেন 'ওটেক'। চীনা ভাষায় বাবাকে বলা হয় 'বা'। হাঙ্গেরিয়ান ভাষায় বাবাকে বলা হয় 'পাপা', 'আপা', 'আপু' এবং 'এদেসাপা'। ইন্দোনেশিয়ান ভাষায় বাবা হচ্ছে 'বাপা' কিংবা 'আইয়্যাহ'। ডাচ ভাষায় বাবাকে ডাকা হয় তিন নামে- 'পাপা', 'ভাডের' এবং 'পাপাই'। হিব্রম্ন ভাষায় বাবা হচ্ছে 'আব্বাহ্‌'। পূর্ব আফ্রিকার ভাষায় বাবাকে বলা হয় 'বাবা'। ফিলিপিনো ভাষায় বাবা হচ্ছেন 'তাতেই', 'ইতেই', 'তেয়' এবং 'আমা'। পর্তুগিজ ভাষায় বাবা হচ্ছে 'পাই'। হিন্দি ভাষার বাবাকে বলা হয় 'পিতাজি'। জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালন করে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, হংকং, বুলগেরিয়া, গ্রিস, চিলি, কলম্বিয়া, কিউবা, ফ্রান্স, জাপান, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, বাহামা, কোস্টারিকা, ভারত, আয়ারল্যান্ড, মেক্সিকো, প্যারাগুয়ে, নেদারল্যান্ড, পানামা, জ্যামাইকা, মাল্টা, মরিসাস, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, জিম্বাবুয়ে, শ্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, তুরস্ক, ভেনিজুয়েলা ও ইংল্যান্ড। ১৯ মার্চ পালন করে বলিভিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। ৮ মে পালন করে দক্ষিণ কোরিয়া। জুন মাসের প্রথম রোববার পালন করে লিথুয়ানিয়া। ৫ জুন করে ডেনমার্ক। জুন মাসের দ্বিতীয় রোববার পালন করে অস্ট্রিয়া, ইকুয়েডর এবং বেলজিয়াম। ১৭ জুন করে এলসালভেদর এবং গুয়েতেমালা। ২৩ জুন করে পোল্যান্ড, উগান্ডা এবং নিকারাগুয়া। জুলাই মাসের দ্বিতীয় রোববার পালন করে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে। জুলাই মাসের শেষ রোববার পালন করে ডোমিনিক রিপাবলিক। আগস্ট মাসের দ্বিতীয় রোববার পালন করে ব্রাজিল। ৮ আগস্ট করে তাইওয়ান এবং চীন। ২৪ আগস্ট করে আর্জেন্টিনা। সেপ্টেম্বর মাসের প্রথম রোববার পালন করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেপ্টেম্বর মাসের পূর্ণিমার দিন পালন করে নেপাল। ৫ অক্টোবর করে পালন করে লুক্সেমবার্গ। অক্টোবর মাসের দ্বিতীয় রোববার পালন করে নরওয়ে, সুইডেন, এস্তোনিয়া ও ফিনল্যান্ড। ৫ ডিসেম্বর পালন করে থাইল্যান্ড।