নতুন জামা

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

এ এইচ এম আনোয়ারুল ইসলাম
ছোট্ট সোনা কাঁদতে মানা আনব নতুন জামা, থাকবে আঁকা নদী বাঁকা ধানে ভরা ধামা। ছোট্ট নদী থাকে যদি পানি ভরা মাছ, পাকা আমে কালো জামে নুয়ে পড়া গাছ। বিশাল আকাশ উতলা বাতাস কালো মেঘে ঢাকা, পলস্নী গায়ে বধূ পায়ে চলছে আঁকাবাঁকা। কলসি কাঁধে ইচ্ছে সেধে নদীর ঘাটে গিয়ে, নব বধূর মনটা মধুর পানি এলো নিয়ে। কাটে ধান গায় গান রাখাল বাজায় বাঁশি, তীরে তরী ধানে ভরি চাষি মুখে হাসি। রং দিয়ে ছবি একে ভরে দিল জামাতে, জামা দেখে হাসে বেঁকে পারেন না কেউ থামাতে।