আমের ছড়া

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

আহমেদ টিকু
পাকা পাকা আমগুলো সব থোকায় থোকায় ঝোলে, ঘ্রাণ ছড়িয়ে রং দেখিয়ে সুখের কাঁপন তোলে। কতো জাতের আম আছে যে বলব কীরে আর, ল্যাংড়া নামের আমটি নাকি খেতে চমৎকার। ফজলি আছে গোপাল আছে আছে হাড়িভাঙ্গা, এই গরমে আম খেয়ে সব মন করে নাও চাঙ্গা। মধুর মতো স্বাদে ঘ্রাণে আম্রপালি আম, রসিক জনে ঠিকই জানে ক্ষিরসাপাতির নাম। মোহনভোগ আর লখনা আছে আছে কাঁচামিঠে চুরি করে আম খেলে কেউ তাল পড়ে তার পিঠে।