ছড়া

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

সাকী মাহবুব
ছড়া মানে সুর ছড়া মানে গান ছড়া মানে ভালোবাসা চির অম্স্নান। ছড়া মানে ফুল ছড়া মানে দুল ছড়া মানে ইছামতীর বাঁকা দুই কূল। ছড়া মানে প্রজাপতি ছড়া মানে ছন্দ ছড়া মানে চাঁদের হাসি গোলাপের গন্ধ।