ফলের মেলা

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

শেখ সোহেল রেজ
া খোকন সোনা ধরছে বায়না ঘুরছে মায়ের পিছু খাবে খোকন আম কাঁঠাল এনে দাও লিচু। জ্যৈষ্ঠ মাসে ফলের মেলা হরেক রকম ফল কোনটা রেখে কোনটা খাবে খোকন সোনা বল। এনে দিব বাজার থেকে যত ফল চাই জ্যৈষ্ঠ মাসে অনেক ফল কোনটা বলো খাই। নানান রকম ফল দেখে খোকন ভীষণ খুশি পাকা ফল দেখে নাচে বাড়ির বিড়াল পুষি।