শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

রঙ বদলের দেশ

নূর-ই-ইলাহী
  ০২ জুন ২০২৪, ০০:০০
রঙ বদলের দেশ

মন মননে ফুল কাননে ঢেউ খেলে যায় হাওয়া,

শিউলি ফুলের ঘ্রাণে প্রাণের পূর্ণ হয় যে চাওয়া।

রূপের রাণী রঙ মেখেছে সফেদ মেঘের ভিড়ে,

ফসল তোলার ধুম পড়েছে বেরং নদীর তীরে,

তীরের তিথির ঘুম কেড়ে নেয় মধুর স্বপ্ন বোনে,

বুক ভরে যায় শাপলাগুলোর মনের গহীন কোণে।

পদ্মগুলোর হাসির চোটেই চমকে ওঠে মাছ,

পানা-ফুলের অঙ্গ জুড়ে রূপের কারু-কাজ।

রূপের বিভায় আমায় ভাবায় রঙ বদলের দেশ,

চোখ জুড়ানো দৃশ্য দেখ, আহা মধুর বেশ!

প্রাণ প্রকৃতির রঙে বাংলার হৃদয় মাতোয়ারা,

খুশির বানে মুগ্ধ মানুষ নিঝুম রাতের তারা।

এমন তুলির নিবিড় ছোঁয়া তাকিয়ে তুমি দেখ,

বাংলাদেশের বকুল ফুলের সুবাস গায়ে মাখো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে