ভুলোমনের দাদু

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

সঞ্জয় দেবনাথ
মধু দাদুর বিকট স্বরে ধড়ফড়িয়ে উঠি যে যেখানেই ছিলাম সবাই তারই কাছে ছুটি দাদুর মেজাজ বেজায় চরম জানতে পারি শেষে পাঁচশ' টাকার চারখানা নোট যাবে কি আর ভেসে? দাদুর হাতে চিকন লাঠি মুখটা ভীষণ ভার বলছে 'টাকা না পেলে আজ খাবিই তোরা মা'র।' মারের ভয়ে দৌড়ে পালাই চুরির অপরাধে দাদু ভাইয়ের খুব ভুলো মন বলি কী আর সাধে! বাড়ি ফিরেই শুনতে পারি সব ঘটনার মূল টাকার থলে রাখতে গিয়েই খুব হয়েছে ভুল। দাদুর টাকা দাদু পেলেন মোদের পাওয়া হয়রানি মুচকি হেসে দাদু বলেন, 'আয় খাওয়াবো বিরানি।' না দাদু ভাই চাই না খেতে তোমার টাকায় মাংস ভাত আজ খাওয়ালে কালকে ভুলে ফের দেবে যে অপবাদ!