ইচ্ছে জাগে

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

মুস্তফা মানিক
আমার ভীষণ ইচ্ছে জাগে শুনতে মধুর গান দু'চোখ জুড়ে দেখতে দূরের পাহাড়-নীল আসমান ডানা মেলে পাখির মতো উড়তে ফুলের বাগে সবুজ গাছের রূপের ছবি আঁকতে ইচ্ছে জাগে! শিশিরভেজা দূর্বাঘাসে করতে নাচানাচি জোসনারাতে চাঁদ-পরিদের হতে কাছাকাছি মুঠোমুঠো আলোর মাঝে খেলতে লুকোচুরি ইচ্ছে জাগে দেখতে আমার এমন স্বপ্নপুরি! নদীর ধারে কাশের ফুলে উড়তে ডানা মেলে সকাল-সাঁঝে ভরদুপুরে খেলতে এলেবেলে ছবির মতো ডিঙ্গি নৌকা যেথায় নোঙ্গর তুলে ইচ্ছে জাগে এমন ছবি আঁকতে হৃদয় খুলে! রক্ত জবা গোলাপ বেলির সুগন্ধ-সুঘ্রাণে আলোর মিনার পূবের রবি বিলের লালচে ধানে বটের তলায় হিমেল সতেজ স্বচ্ছ সমীরণে গল্প-কথায় আড্ডা দিতে ইচ্ছে জাগে মনে! সন্ধ্যা-সাঁঝে আকাশজুড়ে আলোর মাখামাখি রঙের মেলা দেয় যে দোলা জুড়ায় মন আর আঁখি তারায় তারায় আকাশ হাসে জ্বলে জোনাক-বাতি ইচ্ছে জাগে ফুল-পাখি আর পরির হতে সাথী।