শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

হাওয়ার গানের মন্তরে

সুমনা দাশ শান্তা
  ২৬ মে ২০২৪, ০০:০০
হাওয়ার গানের মন্তরে

শন শন শন বাতাস দোলে

সেই যে আমার ছোট্ট ঘর

ঝাউয়ের শাখায় দোল দিয়ে যায়

মিষ্টি টিয়ে ক্ষণেক পর।

হরেক রকম পাখি ডাকে

কলকলিয়ে সুর করে

ঠিক দুপুরের দক্ষিণ হাওয়া

দেয় আমাদের মন ভরে।

কলমি শাখায় হাওয়ার নাচন

কোমড় দোলায় খুব করে

বহু দূরের ছোট্ট বাসা

দেয় যে আমার মন ভরে।

হোক সে ছোট তবুও আমার

মন মেতে রয় এই ঘরে

সারাটা দিন কান পেতে রই

হাওয়ার গানের মন্তরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে