শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দোল দোল দোলনা

এম এ জিন্নাহ
  ২৬ মে ২০২৪, ০০:০০
দোল দোল দোলনা

ভরদুপুরে নামলো এসে

মেঘ আকাশের কন্যা;

ফুলের কাছে ভিড় জমালো

নাম না-কি তার বন্যা।

নামঠিকানায় ভুল মেরেছে

নাই কিছু তার জানা;

গাঁয়ের পথে আড্ডা জমায়

কেউ করে না মানা ?

সে মেয়েটি দেখতে যেন

পদ্মফুলের পাপড়ি;

সবার সাথে উঠল মিশে

রঙ দুয়ারে ঝাপটি।

শিমুলতলীর সিঁড়ি বেয়ে

দুলছে কেবল দোলনা;

এই মেয়েটির ভাবনাগুলো

রঙ রঙিনে গোল না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে