জ্যৈষ্ঠ ফলের মাস

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

এম সোলায়মান জয়
আম পেকেছে জাম পেকেছে টকটকে লাল লিচু কাঁঠাল পাকা মধুর সুবাস ছাড়ে না তো পিছু। জ্যৈষ্ঠ মানেই ফলের মেলা আমার সোনার দেশে পাকা আম ও আমড়া, বরই খাই যে হেসে হেসে। জলপাই ও কামরাঙা খাই লবণ লঙ্কা দিয়ে কাঁঠাল খেতে বসছে সবাই সরিষার তেল নিয়ে। হাট-বাজার ও গ্রামে থেকে মধুর সুবাস আসে নানা ফলের বসছে মেলা জ্যৈষ্ঠ ফলের মাসে।