রাতের বাংলাদেশ

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

সানজিদা আকতার আইরিন
জোনাক জ্বলে ঝোঁপে ঝাড়ে বাঁশ বাগানের পাশে, রুপার জড়ির পার বাঁধানো পূর্ণিমা চাঁদ হাসে। গন্ধরাজের মিষ্টি সুবাস ছড়িয়ে রাতের গায়ে ঝিঝি পোকার ডাকে জড়ায় মায়ার বাঁধন পায়ে। দূরের বনে শিয়াল ডাকে হুক্কা হুয়া হু দক্ষিণ হাওয়া বারে বারে দেয় মেরে এক ফু। চক্ষু জুড়ায়, অঙ্গ জুড়ায় যায় কেটে সব ক্লেশ তাই তো এত ভালোবাসি আমার রাতের বাংলাদেশ।