বিদ্রোহী নজরুল

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

নকুল শর্ম্মা
নজরুল তুমি বিদ্রোহের নাম ক্ষ্যাপা বাউল তুমি, কাদামাটি জলে মাখা সাধের জন্মভূমি। নজরুল তুমি সাম্যের এক নাম মসজিদে মন্দিরে, একই বৃন্তে দাঁড় করেছ সন্ন্যাসী ফকিরে। নজরুল তুমি প্রেমের কবি কবিতা আর গানে, বিশ্ববীণায় তোমার ঝংকার সবার প্রাণে প্রাণে। নজরুল তুমি বিস্ময়ের নাম নবোদয়ের পথে, বিজয় তোমায় চলছে নিয়ে নবযৌবন রথে।