বিদ্রোহী কবি কাজী নজরুল

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

অপু বড়ুয়া
আমাদের প্রিয় কবি কাজী নজরুল চেয়েছেন ভেঙে দিতে সমাজের ভুল। ফোটালেন কবিতায় আগুনের ফুল অধীনতা শৃঙ্খল ছিঁড়ে দিতে চান গেয়েছেন অবিনাশী মুক্তির গান ভিনদেশী শোষকের কেঁপে ওঠে প্রাণ। ভরে রাখে জেলে তাকে বছর বছর জেলখানা হয়ে যায় বিদ্রোহী ঘর গোল বাঁধে শাসকের মনের ভেতর। ছাড়া পেয়ে সুর তুলে অগ্নি-বীণায় গেয়ে যান সেই সুর ভাসল হাওয়ায় ফুঁসে ওঠে বিদ্রোহ গান কবিতায়। বিদ্রোহী কবি নামে পরিচিতি পান সাহসে অবিচল পাহাড় সমান এইভাবে মানুষের কবি হয়ে যান। আমাদের প্রিয় কবি কাজী নজরুল সুরভি ছড়ায় তার সৃষ্টির ফুল।