আমার গ্রাম

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

শারমিন নাহার ঝর্ণা
আমার গ্রাম সবুজে ঘেরা মৃদু হাওয়া বয়, আমার গ্রামে মিষ্টি সুরে পাখিরা গান কয়। আমার গ্রামে সূর্যমামা রাত পোহালে হাসে, আমার গ্রামে ফড়িং উড়ে সবুজ ঘাসে ঘাসে। আমার গ্রামে মাঠভরা আছে পাকা ধান আমার গ্রামে কৃষক মনের সুখে গায় গান, আমার গ্রামে আলো বাতাস প্রাণটা ভরায় আমার গ্রামে রাতে জোনাকি আলো ছড়ায়। আমার গ্রামে পথের ধুলা মায়া মমতায় ঘেরা আমার গ্রামের ফল ফলাদি সবার থেকে সেরা। আমার গ্রামে ঘুড়ি উড়ে নীল আকাশের বুকে, আমার গ্রামে সরল মানুষ সবাই আছে সুখে।