শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

প্রিয় কবির ছবি

গোলাম নবী পান্না
  ২৬ মে ২০২৪, ০০:০০
প্রিয় কবির ছবি

স্ব-প্রতিভায় জাতির মাঝে আলো ছড়ান যারা

স্মরণীয় হয়ে বাঁচেন সর্বকালে তারা।

সাহিত্যে সেই জ্যোতি নিয়ে লিখে গেলেন কবি

ভক্তরা তাই আগলে রাখেন প্রিয় কবির ছবি।

ছবির মাঝে খুঁজে ফেরা কবি-স্মৃতির ভাষা

জাতির জন্য জাগিয়ে তোলা নিত্য-নতুন আশা।

তেমনি এই কবি যিনি 'বিদ্রোহী'তে শেখান

মাথা উঁচু করে বাঁচার স্বপ্নগুলো দেখান।

এগারো জ্যৈষ্ঠ জন্ম আর ভাদ্র মাসের বারো

তাকে স্মরণ করতে তখন ভুল হয় না কারো।

ভুল সরাতে, ফুল ছড়াতে এমনই দিন পেয়ে-

স্মরণ করে ফিরে সবাই কবির মাজার যেয়ে।

প্রাণের স্বজন হয়ে ওঠেন তখন প্রিয় তিনি

নজরুলেরই কাছে জাতির শোধ হবে না ঋণই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে