নজরুল
প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০
আহসানুল হক
ভয়-ভীতিতে হননি নত
উচ্চ রাখেন শির
শব্দে ভাঙেন লৌহ কপাট
'বিদ্রোহী' এক বীর!
শাসন-শোষণ-অত্যাচারে
থাকেননি তো স্থির
কবি হয়েও যুদ্ধে লড়েন
'শিখর হিমাদ্রির'!
বক্ষে যে তার বারুদ-আগুন
চক্ষে বুঝি নীর
তার কবিতা, গল্প-গান যে
অমৃত সব ক্ষীর!
মসজিদে দেন মধুর আজান
রণ-সংগীত আবার বাজান
ফোটান তারার ফুল...
তিনি সবার প্রিয় কবি
হৃদয়জুড়ে আছে ছবি
'বিদ্রোহী' নজরুল!