রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ছয়টি ঋতুর খেলা

সাদমান হাফিজ শুভ
  ১৯ মে ২০২৪, ০০:০০
ছয়টি ঋতুর খেলা

গ্রীষ্ম এসে আগুন জ্বালে

বর্ষা এসে পানি ঢালে,

প্রাণের জোয়ার দিগ্‌?বিদিকে

পাবদা-পুঁটি লাফায় জালে।

শরৎরানি উঁকি মারে

রয়েসয়ে নদীর ধারে,

শরৎবেলা সাদার মেলা

মেঘের খেলা আকাশপাড়ে।

সাদার পরে সোনা রঙে

হেমন্তটা ভেসে ওঠে,

ঢেউ খেলানো মাঠে মাঠে

কাস্তে হাতে কৃষক ছোটে।

শীতের আগাম বার্তা লইয়ে

শিশির ঝরে ঘাসের পরে,

থরথরে গা কাঁপে শীতে

পিঠার আমেজ ঘরে ঘরে।

শীত চলে যায় গীত আসে গাঁয়

বসন্তেরই কুহুতানে,

ফুল কাননে অলি ছোটে

গীত গেয়ে যায় ফুলের কানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে