টাক ডুমাডুম টাক ডুমাডুম
ঢুলি বাজায় ঢোল
ঢোল বাজলে তবেই হবে
বিয়ের কোলাহল।
ঢোল না বেজে হয় না পূজা
ঢুলির কদর তাই
সুখের আমেজ দেয় ছড়িয়ে
গাঁয়ের ঢুলি ভাই।
গাঁয়ের ঢুলি চন্ডীচরণ
বাজনাতে খুব হাত
ঢোল বাজিয়ে হয় না আহার
একবেলা খায় ভাত।