বৃষ্টি এলো
প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০
ইরফান হোসাইন তানভীর
বৃষ্টি এলো রিমঝিমিয়ে
ভিজলো গাছের পাতা
আমার বাড়ির উঠোন জুড়ে
উঠল ব্যাঙের ছাতা।
পুকুর জলে কী অপরূপ
ফুটল পদ্মফুল,
বৃষ্টিভেজা কদম কেয়া
দুলছে দোদুল দোল।
শাপলা বিলে ভাসছে দেখো
কতক হাঁসের পাল।
নদীর মাঝে গাঁয়ের জেলে
ফেলছে মাছের জাল।
পাড়ার যত ছেলেপুলে
বৃষ্টিতে যায় ভিজে,
বৃষ্টি মনে পুলক জাগায়
আনন্দ পায় কী জে।