রেল গাড়িটা রেল গাড়িটা
\হচড়তে মজা খুব
সাপের মতো চলছে দেখো
\হআবার দেখো চুপ!
কোথায় বাড়ি কোথায় ঘর
\হকখন ঘুমে থাকে?
তোমায় নিয়ে ঘুরতে যাবে
\হসময় দিলে তাকে!
চলার পথে বাজায় বাঁশি
\হলোহার চাকা ঘোরে
পিছন ফেলে এগিয়ে যায়
\হছুটতে থাকে জোরে।
গাছেরা সব দৌড়ে পালায়
\হরেলটা যখন চলে
নামছে কেউ ঘুমিয়ে কেউ
\হউঠছে দলে দলে।
\হ
একটা শিশু পথের ধারে
\হভাবছে বসে নিজে
গড়তে এমন রেল গাড়িটা
\হলাগবে মেধা কী যে!