মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

হারিয়ে যাবার পালা

সোহান মেহরান
  ১৯ মে ২০২৪, ০০:০০
হারিয়ে যাবার পালা

কোথায় যাব? নেই জানা নেই কিছু,

পাগলা মেঘের নিলাম পিছুপিছু।

গুড়ুম গুড়ুম বাজলো মেঘের থালা,

আজ যে আমার হারিয়ে যাবার পালা।

পাশের গায়ে নামলো বৃষ্টি মেয়ে,

এদিক যেন আসছে ভীষণ ধেয়ে-

পরিয়ে দিতে বৃষ্টি ফুলের মালা,

আজ যে আমার হারিয়ে যাবার পালা।

এই আনন্দ রাখব কোথায় বলো!

বৃষ্টিতে চোখ করছে টলোমলো।

জল থৈ থৈ ভরছে নদী-নালা,

আজ যে আমার হারিয়ে যাবার পালা।

পাতার ফাঁকে ছাতা খোঁজে পাখি,

ঝিমোয় বসে চুপটি থাকাথাকি।

পাখিদেরও অফ আছে পাঠশালা,

আজ যে আমার হারিয়ে যাবার পালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে