ভালো লাগে
প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০
ফজলুল হক পরাগ
ভালো লাগে জ্যৈষ্ঠমাসে মিষ্টি রসের ফোঁটা
ঝড় তুফানে আমবাগানে আম কুড়াতে ছোটা।
ভালো লাগে কচি পাতায় রৌদ্র ছায়ার খেলা
ঘুঘুডাকা কোকিলডাকা অলস দুপুর বেলা।
\হ
ভালো লাগে সোনালু আর কৃষ্ণচূড়ার হাসি
বুড়ো বটের ঘন ছায়া রাখালি সুর, বাঁশি।
ভালো লাগে ভরদুপুরে পুকুরে জলকেলি
ঝোপেঝাড়ে ফুলের বাহার রক্তজবা বেলি।
ভালো লাগে ইষ্টিকুটুম 'বউ কথা কও' পাখি
দেশের কথা ছন্দ তালে ইচ্ছেমতো আঁকি।