ল্যাংড়া আমে চ্যাংড়া ভারি হিমসাগরে রাণী
ফজলি নাকি আমের রাজা শুনছি কানাকানি,
ছোট্ট ছোট্ট রং বাহারি আম্রপালির গড়ন
ক্ষিরসাপাতে করছে দেখি বউ সোহাগী বরণ,
গোপালভোগ ও মতিচুরের মাতাল করা ঘ্রাণে
হাড়িভাঙ্গা গাছের শাখায় দুলছে গানে গানে,
মোহনভোগের রসের যাদু আমলক্ষ্ণী চোষা
দু'চোখ জুড়ায় সিন্দুরিটার সিঁদুররাঙা খোসা,
আসছে ছুটে খাচ্ছে আম ও করছে পাখি খেলা
বাংলাদেশের গাঁয়ে গাঁয়ে চলছে আমের মেলা।