প্রিয় মা জননী

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

মোহাম্মদ শামীম মিয়া
মায়ের কোলে জন্ম নিয়ে শিখেছি তার মুখের ভাষা, মা যে আমার সেরা কাব্য সোনার চেয়ে অতি খাসা। সুসময়ে সবাই থাকে বিপদ এলে পাশে নাই, এমন সময় বন্ধুর মতো প্রিয় মা'কেই কাছে পাই। মায়ের ঋণটা শোধ হবার নয় থাকব সবাই হয়ে ঋণী, মা জননী চোখের মণি আপন স্বজন চিরদিনই। প্রভুর কাছে প্রিয় হতে মাকে সেবা প্রদান করো, ভুলে কোনো কষ্ট পেলে পেতে জান্নাত চরণ ধরো। মায়ের আঁচল প্রসূন বাগান ছড়ায় শুধু মুকুল সুবাস, কী যে ভীষণ ভালো লাগা পূর্ণতা পায় জীবন আবাস।