শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সুখের বাতিঘর মা

শচীন্দ্র নাথ গাইন
  ১২ মে ২০২৪, ০০:০০
সুখের বাতিঘর মা

মা যে আমার

ভালোবাসার সুভাসিত আদরমাখা ফুল

বিশাল স্নেহের ভান্ডার মা যার হয় না তুল।

মা যে আমার

শান্তনদীর তিরতিরানো শীতল করা জল

মনে যোগায় তীব্র সাহস যোগায় দেহে বল।

মা যে আমার

সবার চেয়ে সেরা বন্ধু অতি আপনজন

আমারই সুখ খোঁজ করে মা কাটায় প্রতিক্ষণ।

মা যে আমার

বিপদ-আপদ আড়াল করে এগিয়ে নিজের বুক

আমার কষ্ট বুঝতে পারে দেখলে মলিন মুখ।

মা যে আমার

অপরিসীম শান্তির নীড়, সুখের বাতিঘর

আকাশছোঁয়া গুণ মমতার, মা হয় না পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে