মা জননীর মুখ

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

মজনু মিয়া
মা যে আমার কত আপন বুঝানোর নেই ভাষা, আধেক পেটে খেয়ে মায়ে সন্তানের দেয় আশা। নিজের পেটে রাখে মায়ে দশ মাস ও দশ দিন, লালন পালন আদর সোহাগ বোঝা কেবলই ঋণ। মায়ের দুধের ঋণ শোধ হয় না চামড়া পাপোষ করে, মায়ের মুখের হাসি যেন স্বর্গ সুখ দেয় ধরে।