মা

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

রানাকুমার সিংহ
মা মানে সেই আদরমাখা মুখ সন্তানেরা হাসলে যে পায় সুখ! মা মানে এক শ্যামল ছায়া-সুর ভালোবাসার বিশাল সুমুদ্দুর। মা মানে এক কাব্য ইতিহাস যার হৃদয়ে স্বর্গ করে বাস। মা মানে সেই কোমল দু'টি হাত বিনিদ্র যার কাটে অনেক রাত। মা মানে যে আবেগ তুল্য নেই মায়ের জন্য সৃষ্টি সকল এই। মা মানে তাই মা-ই হতে হয় থাকলে মায়ের ভালোবাসা সবকিছু হয় জয়- মায়েদের জয়।