শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মায়ের কোলে

খায়রুল আলম রাজু
  ১২ মে ২০২৪, ০০:০০
মায়ের কোলে

মেঘেরা ঘুমোয় সোনার খাটে

তারার বালিশ পেতে,

সবুজ ঘাসও এলিয়ে পড়ে

লাউ-কুমড়ো ক্ষেতে।

ফুল-পাতাতে শিশির ঘুমায়

নদীর পানি ছুঁয়ে!

কলাপাতার সবুজে সবুজে

দুপুর গিয়েছে শুয়ে...

হলদে পাঁকা আতার জোড়া

ঘুমায় পাতার ফাঁকে,

পাখিরা ঘুমায়, গহীন বনে

ভূতেরা তেঁতুল শাখে!

তালপুকুরে পদ্ম ঘুমায়

হাওয়ায় দোলে দোলে;

গ্রীষ্ম-শীতে পরম সুখে

ঘুমাই মায়ের কোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে