মায়ের নামে খোকার চিঠি

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

আমজাদ ইউনুস
ছোট্ট খোকা লিখল চিঠি প্রিয় মায়ের নামে দু'ভাঁজ করে ভরল চিঠি রঙিন একটি খামে। ও মা আমি তোমার বুকের মানিক ছোট্ট খোকা কোথায় তুমি চলে গেলে বানিয়ে আমায় বোকা। তোমার স্নেহের আঁচল দিয়ে দাও না আমায় ঢেকে অশ্রম্ন চোখে ব্যথা বুকে যাই যে তোমায় ডেকে। যখন আমায় চোখ রাঙিয়ে দিতে ভীষণ বকা নদীর পাড়ে বসে আমি কাঁদতাম একা একা। আদর করে টেনে যখন নিতে তোমার কোলে দৌড়ে যেতাম তোমার বুকে সকল দুঃখ ভুলে। এখন কেন পাই না ও মা তোমার স্নেহ আদর জড়িয়ে ধরে কাঁদি আজও তোমার রেশমী চাদর। এখনো তোমার মধুর স্মৃতি আমার চোখে ভাসে ও মা আদর করো একটু বসে আমার পাশে।