শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সামনে আছে মা

আহমেদ হিমেল
  ১২ মে ২০২৪, ০০:০০
সামনে আছে মা

সামনে যখন অন্ধকারের দেয়াল ওঠে

যায় না দেখা জোনাকিরও নাচানাচি

আলোর পিদিম জ্বালিয়ে তখন মা-ই বলেন,

'ভয় কী-রে বাপ, আমি যে তোর কাছাকাছি'।

যখন হাজার দত্যি এসে নাচতে থাকে

হিম হয়ে যায় বুকটা-- যেন জীবন সারা,

মা-ই তখন সাহস দিয়ে বলেন, 'খোকা,

আমি আছি, বুক বেঁধে তুই সামনে দাঁড়া।

পাহাড় সমান ঢেউ আসে যেই মাঝসাগরে

একলা একা যুদ্ধ করি খেই হারিয়ে,

নির্ভাবনার মা যে তখন আকাশ থেকে

খোকাকে তার রক্ষা করেন হাত বাড়িয়ে।

যুদ্ধ মাঠে তখন আমি পাই না দিশা

শত্রুগুলো এসে পড়ে কাছাকাছি,

মা যে আমার ঢাল হয়ে যায় সামনে এসে;

বলেন, 'খোকা, করিস নে ভয়, আমি আছি।'

দুঃখ-জয়ে মা আমাকে স্বপ্ন দেখান,

এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান কাড়ি-কাড়ি;

ইচ্ছে হলেই এখন আমি আকাশ থেকে

সূর্য-তারা-চাঁদ ছিনিয়ে আনতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে