রংতুলিতে মায়ের ছবি

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

সুব্রত চৌধুরী
খোকা আঁকে রংয়ের খাতায় সোনা মায়ের ছবি ঢেঁকি ভানা, রান্না বান্না, ঘুঁটে দেওয়া সবই। খোকা আঁকে মায়ের ছবি কলসী কাঁখে ওই দীঘির ঘাটে গল্পে মাতে পাড়া পড়শি সই। খোকা আঁকে মায়ের ছবি সুঁই সুতো তার হাতে নকশীকাঁথায় সুঁইয়ের ফোঁড়ে মনের খুশে মাতে। খোকা আঁকে কালো খামে যখন নামে সন্ধ্যে মায়ের গলায় পুঁথির সুরে জুড়ি ওড়ে ছন্দে। খোকা আঁকে জোসনা রাতে মায়ের কোলে খোকা ফুলকো গালে চাঁদের মামা দেয় যে চুমো টোকা। খোকা আঁকে মায়ের বুকে শাড়ির আঁচল ওমে কল্পকথার গল্প শুনে খোকা হারায় ঘুমে। খোকা আঁকে মায়ের ছবি খাবার ধরে মুখে চাঁদের হাসি হাসে খোকা অন্যরকম সুখে। খোকা আঁকে আজান সুরে দু'হাত তুলে মাগে খুশির সৌরভ ছড়ায় যেন মায়ের ঘরের বাগে।