কাক ও শিয়াল

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

অরুণ বর্মন
গাছে বসে কাক মুখে মাংসের চাক গাছের নিচে শিয়াল বলে মধুর স্বরে ডাক। কাকটা বলে ইশ তুই একটা রাবিশ ছলেবলে আমাদের সব তুই তো কেড়ে নিস। শিয়াল বলে ভাই মাংস আমার চাই \হসোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাই! কাকটা বলে ধুস স্বার্থে তুই বেহুঁশ চালাকিটা ভালোই জানিস তুই আর মানুষ। শিয়াল বলে ধুৎ তুই একটা অচ্ছুত আমায় খুশি না করলে তোর করব সমাজচু্যত। কাকটা বলে ধিক জানি ফন্দি ফিক \হতোদের রুখতে একজোট হবো করছি আমরা ঠিক।