শিমুলতলির মেলা

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

নকুল শর্ম্মা
শিমুলতলি গাঁয় কে কে যাবি আয়, নতুন একখান হাট বসেছে নদীর কূলে লোক জমেছে দেখবি যদি আয়। হরেক রকম খেলনা আছে আয় না তোরা দৌড়ে কাছে, পাতার বাঁশি টাট্টু ঘোড়া টেপা পুতুল জোড়া জোড়া, কে কে নিবি আয়। শিমুলতলি গাঁয় কে কে যাবি আয়, কত্ত রকম উড়ছে ঘুড়ি দাম বেশি নয়, এক এক কুড়ি, কিনবি যদি আয়।