আঁকিবুঁকি

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

এম আর মাহফুজ
আঁকিবুঁকি করে খুকি নদী-নালা আঁকে। চাঁদ, তারা সবি আঁকে মেঘ মেলার ফাঁকে। ফড়িংয়ের ছবি আঁকে ফুল আর গাছ। পুকুরের ছবি আঁকে নেই তাতে মাছ। পাখিদের বাসা আঁকে পরীদের ডানা। সাদা রঙের বক আঁকে চোখ তার কানা। কানা বক আঁকা শেষে করে রংচং। হাতে পায়ে রঙ মেখে সেও সাজে সং। রঙ মাখে সং সাজে আমাদের খুকি। মজা করে আঁকে সব করে আঁকিবুঁকি।