তিনি ছিলেন সবার প্রিয় শিশুর কিংবা বুড়ো,
গান কবিতা গল্প ছড়ায় দখল ছিল পুরো।
যেটাই তিনি দিয়েছে হাত
ফুটলো আলো পেরিয়ে রাত
সেই শোভাতে আজো তিনি,
হৃদয় মাঝে নাচন তুলে আমোদ রিনিঝিনি।
সাহিত্য তার দিকে দিক কৌমুদী হয়ে জ্বলে,
খ্যাতির চূড়া বিশ্ব জোড়া কবির গুরু বলে।
নাম সুনামে কীর্তি ভরা
নিষ্ঠার স্থলে আছে গড়া
সাজাই জীবন তার চেতনায়,
এমন মহান স্বজন জন খুঁজতে গেলে এত নাই।
তাই তো তারে আগলে রাখি অন্তরে ঠিক মধ্যে,
কীর্তি নিয়ে গদ্য লিখি সাজাই তারে পদ্যে।
সুর সঙ্গীতে বরণ করি
সংকটে আদর্শে ধরি
চলার পথে সাহস নিয়ে,
স্মরণে আঁকি হৃদ কোমলে শ্রদ্ধায় স্থান দিয়ে,
পরিচয় তার নতুন করে দিতে হবে আরও?
কার সাহিত্য ফুল ফুটালো ধরেই নিতে পার।
তিনি প্রাণের রবি ঠাকুর
কাব্য সুধায় ফুটা পাকুর
তাই খুঁজে গড়ি ভবিষ্যৎ,
মনের ভেতরে নিত্য আছেন দেখান কবি সৎ।