সব বিষয়েই রবীন্দ্রনাথ

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

পৃথ্বীশ চক্রবর্ত্তী
রবীন্দ্রনাথ মানবতায় নিবেদিত সমাজ, স্বদেশ, বিশ্বসেবার মহান ব্রতে সব সেবাতেই রবীন্দ্রনাথ বাঁচেন। ছড়া বলো, গল্প বলো, নাট্য বলো উপন্যাস, গান, কবিতা যা-ই বলো তুমি সব বিষয়েই রবীন্দ্রনাথ আছেন। হস্তশিল্প, কণ্ঠশিল্প, নৃত্যশিল্প অভিনয় কী সব শিল্পেই হাত রয়েছে তাঁর চিত্রশিল্পে রবীন্দ্রনাথ আঁকেন। ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্বে আর প্রগতিশীল সকল কাজের প্রথম সারে গবেষণায় রবীন্দ্রনাথ থাকেন। ধর্মনীতি-রাজনীতি ও সংস্কৃতিতে রবি নেই কোন নীতিতে বলতে পারো? সব নীতিতেই রবীন্দ্রনাথ আসেন। গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকাতেই বসে বসে মুচকি মুচকি রবীন্দ্রনাথ হাসেন।