প্রখর রোদে পুড়ছে শরীর
ফুটছে মগজ মাথার
ঝোলা দিয়ে গাছ হেলেছে
প্রাণ ঝরছে পাতার।
দিন ফুরিয়ে রাত হলেও
হয় না মোটেও নিদ
চাঁদ মামাকে কেউ ডাকে না
গায় না ঘুমের গীত।
নদ-নদী আর বিল-ঝিলে
নাই রে পানির ছিটা
\হবোরো ধানের ফলন কমে
বাড়তে পারে চিটা।
\হকেটেকুটে গাছগাছালির-
বন করেছি উজাড়
নিবিড় ছায়া তাই পাই না
একটু মাথা গুঁজার।
মেঘের গাড়ি দেয় না পাড়ি
নীল সবুজের দেশ
প্রখর রোদে পুড়ছে মাটি
হয়তো তারই রেশ।